শিক্ষিকা নির্যাতন: মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

বরগুনা জেলার বেতাগীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে নেত্রকোনায় মানবন্ধনবরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে নির্যাতন ও গণধর্ষণের প্রতিবাদে নেত্রকোনায় মানবন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নেত্রকোনা জেলা ও সদর উপজেলা শাখার শিক্ষক নেতারা। রবিবার (২৭ আগস্ট) বিকালে সদর উপজেলা পরিষদের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। পাশাপাশি জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক নেতরা।

মানববন্ধন চলাকালের সংক্ষিপ্ত সমাবেশে নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মমতাজ মহল, সহ-সভাপতি আবুল হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক দিনাজ উদ্দিন, সাধারণ সম্পাদক বাঁধন খান পাঠান ববি, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ, বারহাট্টা উপজেলার শান্তনা দত্ত, মদন উপজেলার আলী উছমান, শিক্ষক প্রতিনিধি মানষ গুণসহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন।

পরে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন। 
আরও পড়ুন



বরগুনায় শিক্ষিকাকে ধর্ষণ: এক আসামির আত্মসমর্পণ

বরগুনায় শিক্ষিকা ধর্ষণ মামলার প্রধান আসামি সুমন গ্রেফতার

বেতাগীর সেই শিক্ষিকাকে ধর্ষণের আলামত মেলেনি ডাক্তারি পরীক্ষায়

বরগুনায় স্বামীকে আটকে রেখে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ