পুলিশের হাতে গ্রাম পুলিশ আটক

ঝালকাঠি

প্রতিপক্ষের দোকান ঘরে মাদকদ্রব্য রেখে ফাঁসানোর অভিযোগে পুলিশের হাতে আটক  হয়েছেন ঝালকাঠির সদর উপজেলার নতুল্লাবাদ ইউনিয়নের এক গ্রাম্ পুলিশ। তার নাম দেলোয়ার হোসেন সরদার (৩৮)। ডিবির পরিদর্শক মো. কামরুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তার বিরুদ্ধে ঝালকাঠি জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।

ডিবির পরিদর্শক মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্রাম পুলিশ দেলোয়ার হোসেন সরদারের সাথে নতুল্লাবাদ ইউনিয়নের তালতলা বাজারের মুদি দোকানি মো. রফিক হাওলাদারের পূর্ব শত্রুতা রয়েছে। বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে বাজারের রফিক হাওলাদারের দোকানে দুটি ইয়াবা ও দশ গ্রাম গাঁজা রেখে ঝালকাঠি গোয়েন্দা পুলিশকে খবর দেন দেলোয়ার।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত তথ্য জানতে পারেন। সেসময় গ্রাম্য পুলিশ দেলোয়ারকে ডিবি কার্যালয়ে নিয়ে যান পুলিশ।  

এ ঘটনায় মঙ্গলবার রাতেই ঝালকাঠি ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই ) জাকির হোসেন বাদী হয়ে গ্রাম পুলিশ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে দেলোয়ারকে।