দুই লঞ্চের চাপায় যাত্রী নিহত

পটুয়াখালীপটুয়াখালী লঞ্চ টার্মিনালে দুই লঞ্চের চাপায় পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীর নাম কবির হোসেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার ২নং ব্রিজ এলাকার আব্দুর রশিদের ছেলে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
জানা গেছে, পটুয়াখালী লঞ্চ টার্মিনালে পাশাপাশি অবস্থান করছিল দুই যাত্রীবাহী লঞ্চ ঢাকাগামী এ আর খান ও সুন্দরবন-৯ ডাবল ডেকার। এই দুই লঞ্চের চাপায় পিষ্ট হয়েই মারা যান কবির হোসেন।
পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ‘লঞ্চে হুরোহুরি করে উঠতে গিয়ে দুই লঞ্চের মাঝে পড়ে যান কবির হোসেন। দুই লঞ্চের চাপায় পড়ে তিনি নদীতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
আরও পড়ুন-
হাকিমপুরে বন্যায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
চট্টগ্রামে বাসের ধাক্কায় দুই ছাত্রলীগ কর্মী নিহত