গুলিবিদ্ধ এক নারীসহ আরও চার রোহিঙ্গা চমেক হাসপাতালে

পালিয়ে আসা রোহিঙ্গারামিয়ানমারে গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে তাদের হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া।
হাসপাতালে ভর্তি হওয়া রোহিঙ্গারা হলেন— বুচিদং টমবাজার এলাকার সাংমালা গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে সিরাজুন্নেসা (২৮),  মংডু’র হাছারবিল এলাকার আব্দুর রহিমের ছেলে হোসেন আলী (৪৫), বুচিদং টমবাজার এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে শাকের (২৭) ও একই এলাকার মোহাম্মদ তোহার ছেলে আব্দুল্লাহ(২০)।

শীলব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চার রোহিঙ্গাকে রাত পৌনে আটটা দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সেরাজুন্নেসা দু’পায়ে, হোসেন আলী বাম হাঁটুতে, শাকের বুকের বামপাশে এবং আব্দুল্লাহ ডানপায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। হাসপাতালে ভর্তি হওয়া এই চার রোহিঙ্গা আশংকামুক্ত। রোহিঙ্গা ক্যাম্পে মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা হাসপাতালে এসেছেন।

উল্লেখ্য, ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর গত ২৬ আগস্ট গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা চমেক হাসপাতালে ভর্তি হন। এরপর গত ১৬ দিনে সর্বমোট ৭৬ জন রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।