বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সিনেট সভা সোমবার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সিনেট সভা সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী এ সভায় উপস্থিতির জন্য ইতোমধ্যেই  সিনেট সদস্যদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিনেট সচিব মুহাম্মদ ইব্রাহীম কবীর এ তথ্য জানান।  
রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১০ বছরে দ্বিতীয় সিনেট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অথচ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনুসারে প্রতি বছর নূন্যতম একবার সিনেট সভা করা বাধ্যতামূলক হলেও কোনও উপাচার্য তা প্রতিপালন করেননি। শুধু তাই নয়, প্রয়োজনে যেকোনও সময় বিশেষ সিনেটও আহবান করার নিয়ম থাকলেও গত ৯ বছরে মাত্র একটি সিনেট সভা অনুষ্ঠিত হয়।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর চার বছর মেয়াদকালে ব্যাপক সমালোচনার পর ২০১৬ সালের ২ জুলাই সিনেট সভা অনুষ্ঠিত হয়। এর আগে মেয়াদের একদিন আগে দুর্নীতির দায়ে অপসারণ করা উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া তার চার বছর সময়ে কোনও সিনেট সভা আহ্বান করেননি।  অথচ বিশ্ববিদ্যালয়ের আর্থিক নীতিমালা, প্রতিবেদন, বাজেট, বিধি-প্রবিধিসহ বিশ্ববিদ্যালয়ের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিনেট সভায় আলোচনা ও পাস করা হয়। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ নিয়মিত সিনেট সভা না হওয়ায় উন্নয়নের ছোঁয়া থেকে অনেক পিছিয়ে পড়েছে এই বিশ্ববিদ্যালয়টি।

বর্তমান উপাচার্য যোগদানের তিন মাসের মাথায় দ্বিতীয় সিনেট সভা আহ্বান করা হলো। উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গত ১৪ জুন যোগদানের পর বর্তমান প্রশাসনের আমলে এটি প্রথম সিনেট সভা এটি। তাই এ সিনেট সভাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। উপাচার্য জানান, সিনেট সভায় মূলত ২০১৭-১৮ সালের বাজেট, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে।