আবারও বেড়েছে নেত্রকোনার বিভিন্ন নদ-নদীর পানি

 

নেত্রকোনা

বিপদসীমার একশ’ ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কংস নদের পানি। গত দু’দিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে আবারও বাড়তে শুরু করেছে নেত্রকোনার বিভিন্ন নদ-নদীর পানি। রবিবার (১০ সেপ্টেম্বর) জেলা পানি উন্নয়ন বোর্ড-(পাউবো) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এছাড়াও সোমেশ্বরী, ধনু, উব্দাখালিসহ বেশ কয়েকটা নদীর পানি বেড়েছে। নিম্নাঞ্চলে তলিয়ে যাচ্ছে রোপা আমন ধান। নেত্রকোনার বারহাট্টা, কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলার নিচু এলাকার বাড়ি ঘরে  পানি ঢুকতে শুরু করেছে।