তোফা-তহুরার বাড়িতে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস ডিসির

বাড়িতে তোফা ও তহুরাঅস্ত্রোপচারের এক মাস ১০ দিন পর নানার বাড়িতে ফিরে আসা শিশু তোফা-তহুরা খোঁজ-খবর নিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) গৌতম চন্দ্র পাল।  এই জোড়া শিশুকে দেখতেও যান তিনি। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটার দিকে তোফা-তহুরার নানার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে যান তিনি। সেখানে গিয়ে তোফা-তহুরাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ডিসি। পরে তৌফা-তহুরাকে দু’টি পোশাক উপহার দিয়ে কোলে তুলে নেন। তাদের বেড়ে ওঠা ও পড়ালেখায় সহযোগিতাসহ বাড়িতে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক (ডিসি) গৌতম চন্দ্র পাল তোফা-তহুরার বাবা-মার সঙ্গে কথা বলেন। এ সময় সেখানে বিদ্যুৎ সরবাহের আশ্বাস দেন। জেলা প্রশাসক গাইবান্ধাবাসীর পক্ষ থেকে তোফা-তহুরার সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসকসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জেলা প্রশাসক গৌতম চন্দ পালের সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম গোলাম কিবরিয়া, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান, সুন্দরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে বাবা রাজু মিয়া ও মা শাহিদা বেগম তোফা-তহুরাকে নিয়ে রবিবার (১০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামের নানার বাড়িতে পৌঁছেন।