বরিশালে সু চি’র কুশপুত্তলিকা দাহ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভমিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে মিয়ানমারের ‘গণতন্ত্রকামী নেত্রী’ বলে পরিচিত শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি’র কুশপুত্তলিকা দাহ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর শাখা। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেছে।

সংগঠনটির মহনগর শাখার সভাপতি মাওলানা ইদ্রিস আলির সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা নাসির উদ্দিন কাউসার, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা লুৎফর রহমান, মাওলানা কাউসারল ইসলাম ও মাওলানা আবুল খায়ের প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একদিকে মিয়ানমারে মুসলমানদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ সরকার সেই দেশ থেকে চাল কিনতে গেছে। ওই চাল বাংলাদেশে আনতে দেওয়া হবে না।

তারা অবিলম্বে  সু চি’র নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেওয়াসহ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মুসলিম গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘের কাছে দাবি জানান।

পরে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়। সেখানে মিয়নমারে রোহিঙ্গা মুসলিম ও বিশ্বের সব মুসলমানের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী আন্দোলনের বিক্ষোভকারীরা সু চি’ র কুশপুত্তলিকা দাহ করেন।