রোহিঙ্গা নিধনযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন

শেরপুরমিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যা ও ধর্ষণের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার কবি ও ছড়াকারদের সংগঠন ‘কবি সংঘ’ সোমবার এর আয়োজন করে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের জন্মভূমি রাখাইন প্রদেশে তাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ফ্যাসিস্ট সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তারা দেশটিতে রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় অং সান সু চি’র ভূমিকার সমালোচনা করে তার নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহারের দাবি জানান।

কবি সংঘের সভাপতি সাংবাদিক-কলামিস্ট তালাত মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান খান, কবি সংঘের সাধারণ সম্পাদক ড. আব্দুল আলীম তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী প্রমুখ।