নারায়ণগঞ্জে ছাত্রলীগের কার্যালয়ে যুবলীগের হামলা

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে যুবলীগ নেতা-কর্মীরা হামলা চালিয়ে ওয়ার্ড ছাত্রলীগের অফিস ভাঙচুর করেছে। এ সময় ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।  

এসময় হামলাকারীরা অফিসে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য শামীম ওসমানের ছবি ভাঙচুর করে। এ ঘটনায় বুধবার দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল মাহমুদ বলেন, ‘নামধারী যুবলীগ নেতারা হামলা চালিয়ে ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর করে। এটা খুবই দুঃখজনক। আমি এ হামলার নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সোনারগাঁও যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল ওমর বাবু বলেন, ‘কাঁচপুর এলাকায় মেগা কমপ্লেক্সের সামনে জোরপূর্বক জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ছাত্রলীগ নামধারীরা। এতে আমরা তাদের বাধা দেই। তবে কার্যালয়ে হামলায় আমরা জড়িত নই। ’

সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, ‘ছাত্রলীগ কার্যালয়ে হামলার বিষয়টি আমার জানা নেই। তবে এর সঙ্গে যুবলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’