পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত আরও ১০৮ পরিবারকে ত্রাণ

ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিচ্ছে জেলা প্রশাসন (ছবি- প্রতিনিধি)

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত আরও ১০৮ পরিবারকে ত্রাণ দিয়েছে জেলা প্রশাসন। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

জেলা ত্রাণ অধিদফতর সূত্র জানায়, পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ১০৮ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবার দুই বান ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল পেয়েছে।

এসময় জেলা প্রশাসক ছাড়াও রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেরা প্রশাসক আবু শাহেদ চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

টানা বর্ষণে চলতি বছরের ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। ৫ সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন ত্রাণ বিতরণ করে আসছে।