শ্রম আইন বাস্তবায়ন হলে দেশে শ্রমিকদের কোনও কষ্ট থাকবে না: শ্রম প্রতিমন্ত্রী

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুদেশ শ্রমিকদের শ্রমে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।  তিনি বলেন, ‘তাই তাদের কল্যাণে সম্ভব সব কাজ সরকার করে যাচ্ছে। শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন হলে দেশে শ্রমিকদের কোনও কষ্ট থাকবে না।’

কিশোরগঞ্জে গরিব শ্রমিকদের মেধাবী সন্তান, কর্মক্ষেত্রে নিহত শ্রমিকদের স্বজন ও অসুস্থ শ্রমিকদের আর্থিক অনুদান দেওয়া হয়।  এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

মঙ্গলবার বিকালে তিনি তাদের হাতে অনুদানের চেক তুলে দেন।  

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল থেকে ১৬ জনের মধ্যে সাড়ে দশ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

শ্রম প্রতিমন্ত্রী দেশের অগ্রগতিতে শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘বিদেশ থেকে যে ৩৪ বিলিয়ন ডলার আসে, তার মধ্যে ২৮ বিলিয়ন ডলারই পোশাক খাতের। যাদের এক সময় সমাজ বা পরিবার বোঝা মনে করত, সেই অবহেলিত ভাই-বোনদের শ্রমে ঘামে দেশ এগিয়ে যাচ্ছে। তাই শ্রমিকদের কল্যাণের বিষয়টি সরকারের অগ্রাধিকার বিষয়।’

তিনি শ্রমিক নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শ্রমিকদের কল্যাণে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেগুলো সম্পর্কে শ্রমিকদের জানানো ও এগুলোর সুফল যেন শ্রমিকরা পায় তার ব্যবস্থা আপনাদের নিতে হবে। 

এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন রেনু, সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাংবাদিক নূর মোহাম্মদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মহাপরিদর্শক মাহবুবুল হক।  অনুষ্ঠান পরিচালনা করেন উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান।