কক্সবাজারে ২১০ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে পাঠিয়েছে র‌্যাব

রোহিঙ্গা সংকট

কক্সবাজার শহর থেকে ২১০ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে আটক করে ক্যাম্পে পাঠিয়েছে র‌্যাব। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত৮টা পর্যন্ত সময়ে কক্সবাজার শহরের লিংক রোডে স্থাপিত র‌্যাবের চেকপোস্টে যানবাহন তল্লাশি করে এসব রোহিঙ্গাকে আটক করা হয়। র‌্যাব-৭ কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।

মেজর মো. রুহুল আমিন বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর আশ্রয়ের জন্য বাংলাদেশে আসা রোহিঙ্গারা ক্যাম্পের পরিবর্তে কক্সবাজার শহরসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে। এই আশঙ্কায় র‌্যাব চেকপোস্ট বসিয়ে কক্সবাজার শহরমুখী বিভিন্ন যানবাহন তল্লাশি করে ২১০ জন রোহিঙ্গাকে আটক করে। এর মধ্যে ৪৪ জন পুরুষ, ৮০ জন নারী ও ৮৬ জন শিশু রয়েছে। পরে তাদের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়।’