নারীসহ চার রোহিঙ্গা চমেক হাসপাতালে

চমেক হাসপাতাল (ফাইল ছবি)

মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর দমন অভিযানে বাংলাদেশে পালিয়ে আসা এক নারীসহ চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তাদের চমেক হাসপাতালে আনা হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলা উদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়া চার রোহিঙ্গা হলেন- রাখাইন রাজ্যের মংডুর হাছুয়াতা এলাকার বাসিন্দা মো. হোসেন (৫০), নেগ্রাচংয়ের টমবাজার এলাকার বাসিন্দা নবী হোসেন (৫০), বেদিনার তমব্রু এলাকার মো. জাকির (২৮) ও টেকনাফ ক্যাম্পে আশ্রয় নেওয়া রাজিয়া (৩৫)। এদের মধ্যে জাকির মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন।

এএসআই আলা উদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে চার রোহিঙ্গাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজন মাথায় আঘাত নিয়ে ভর্তি হন। আর অন্যরা জন্ডিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন। চার রোহিঙ্গাকে হাসপাতালের ১৪, ১৫ ও ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’