নওগাঁয় ৭শ’ ২৬টি মণ্ডপে হবে পূজা উদযাপন


নওগাঁয় পূজা উদযাপনের প্রস্তুতি চলছেনওগাঁয় ৭শ’ ২৬টি মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। কে কত সুন্দর প্রতিমা তৈরি করবেন তা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। ইতোমধ্যে পূজা মন্দিরে প্রতিমার অবকাঠামোগত মাটির কাজ শেষ হয়েছে। এখন চলছে রঙের কাজ। এ বছর দেবী দুর্গা নৌকায় আগমন এবং ঘোড়ায় চড়ে গমন করবেন বলে জানিয়েছেন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরের পুরোহিত শ্রী গোপাল রায়।

শ্রী গোপাল রায় বলেন, ‘আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর বিজয়া দশমীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এ উৎসব শেষ হবে।’

প্রতিমা কারিগর শ্রী হরে কৃষ্ণ সাহ বলেন, ‘সম্প্রতি নওগাঁয় ভয়াবহ বন্যার কারণে প্রতিমা তৈরির কারিগররা একটু লোকসানের মুখে পড়েছেন। তবু ব্যবসা ধরে রাখতে তারা অল্প লাভেই তৈরি করছেন প্রতিমা। বন্যার কারণে লোকজনের হাতে অর্থ কম থাকায় তারা অনেকটাই খরচ কমিয়ে দিয়েছে। তবুও আমরা মাকে স্মরণ করার জন্য লাভ কম হলেও  প্রতিমা তৈরি করছি।’

নওগাঁয় পূজা উদযাপনের প্রস্তুতি চলছেনওগাঁ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পক্ষ থেকে ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে জেলায় পূজা উদযাপিত হবে। আমরা মাকে সাজানোর কাজ শুরু করেছি। প্রতিটি মণ্ডপে আমাদের পক্ষ থেকে ও প্রশাসনের পক্ষ থেকে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।’

নওগাঁয় পূজা উদযাপনের প্রস্তুতি চলছেনওগাঁ পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘দুর্গোৎসবে জেলা আইশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তার ক্ষেত্রে আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপির সদস্যরাও দায়িত্ব পালন করবেন। প্রতিটি পূজা মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নওগাঁর সব ধর্মের মানুষ সমানভাবে আনন্দ ভোগ করতে পারে— সে জন্য আমরা প্রস্তুত রয়েছি।

নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান বলেন, ‘সুষ্ঠুভাবে এই উৎসব অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি পূজা মণ্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কঠোর হাতে দমন করা হবে।’