খুলনায় ৩৮ মণ চিংড়ি জব্দ, চার জনকে কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত চার জনখুলনা মহানগরীর নতুন বাজার এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলি পুশকৃত ৩৮ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় সেখান থেকে চিংড়িতে জেলি পুশ করার অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে ইরান ফিশ এন্টারপ্রাইজ ও মাসুমা ফিশ এন্টারপ্রাইজ চিংড়ির আড়তে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চিংড়িতে জেলি পুশ করার সময় ৪ জনকে হাতেনাতে ধরা হয়। ইরান এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একজনকে ১৫ দিন ও ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত সবাই ইরান ফিশ এন্টারপ্রাইজ ও মাসুমা ফিশ এন্টারপ্রাইজের কর্মচারী।

জাকির হোসেন বলেন, ‘মাসুমা এন্টারপ্রাইজের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। জব্দকৃত জেলি পুশ চিংড়ি ধ্বংস করা হয়। পুশহীন প্রায় ২০০ কেজি চিংড়ি সরকারি পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।’