‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর কাজে খুশি হতে পারছে না বিএনপি’

নোয়াখালীতে এক জনসভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপিকে বাংলাদেশ নালিশ পার্টি নামে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে রোহিঙ্গারা। মানবিক দিক বিবেচনা করে তাদের এদেশে আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এবার তিনি রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করা ও তাদের নিজ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রীর এসব কাজ বিশ্বে সুনাম কুড়াচ্ছে। কিন্তু তার কাজে খুশি হতে পারছে না বিএনপি।’

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত চরজব্বর ডিগ্রি কলেজ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের ওপর সবাই খুশি। কিন্তু কেবল বিএনপি এ নিয়ে আওয়ামী লীগ ও দেশের বদনাম করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ ইন্টারনেট পৌঁছে দিয়েছে সরকার। দেশের প্রত্যেক গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা ও রাস্তার উন্নয়নেও কাজ চলছে। অচিরেই এদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে, দেশের গণতন্ত্র রক্ষা করতে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার প্রতীক নৌকাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে; ভোট দিয়ে এ দলকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য হাজী মো. সেলিম, সংসদ সদস্য মোরশেদ আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মেহজাবিন মোরশেদ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী প্রমুখ।