মালয়েশিয়ার আরও ১০১ টন ত্রাণ চট্টগ্রামে

মালয়েশিয়ার ত্রাণবাহী কার্গো

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও ১০১ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে মালয়েশিয়া। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় একটি কার্গো বিমানে করে এই ত্রাণ চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুর রহমান বলেন, ‘মালয়েশিয়ান রেড ক্রিসেন্ট ফ্লাইট এন্থোনভে করে ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয়েছে।’ জেলা প্রশাসকের পক্ষে তিনি নিজে উপস্থিত থেকে এসব ত্রাণ গ্রহণ করেন বলেও জানান হাবিবুর রহমান। তিনি আরও জানান, মালয়েশিয়ার রেড ক্রিসেন্ট কর্মকর্তা ভলাডেসলে ইসুক ত্রাণগুলো তার হাতে তুলে দেন।

হাবিবুর রহমান বলেন, ‘মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের জন্য আনা এ চালানে ১০১ দশমিক ৫০১ টন ত্রাণ সামগ্রী আছে। এসব ত্রাণ রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য কক্সবাজার পাঠিয়ে দেয়া হবে।’

বিমানবন্দরে রাখা ত্রাণ

বিমানবন্দর সূত্র জানায়, কার্গো বিমানটিতে তাবু, চাদর, তারপলিনসহ বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর অন্য এক বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছিল মালয়েশিয়া।

উল্লেখ্য, মালয়েশিয়ার এই ত্রাণসহ এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ৪৪৫ টন ত্রাণ বাংলাদেশে এসেছে। এর মধ্যে ভারত দু’টি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে ৭৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া দু’টি কার্গো বিমানে ১১৩ টন ত্রাণ পাঠিয়েছে।