বজ্রপাত ঠেকাতে টাঙ্গাইলে দশ হাজার তালবীজ বিতরণ

টাঙ্গাইলের দেলদুয়ারে তালবীজ রোপণ করছে ইমপ্রুভ শিক্ষা পরিবারের শিক্ষার্থীরা

টাঙ্গাইলের দেলদুয়ারে দু’দিনে দশ হাজার তালবীজ বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ক্ষতি থেকে বাঁচার জন্য স্থানীয়দের উৎসাহিত করতে তালবীজগুলো বিতরণ করেছে ইমপ্রুভ শিক্ষা পরিবার নামে একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান। 

এ ব্যাপারে ইমপ্রুভ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় দু’দিনব্যাপী গাছ লাগানো কর্মসূচিতে ১০ হাজার তালবীজ বিতরণ করা হয়েছে।’ এর মধ্যে কিছু রোপন করাে হয়েছে বলেও জানান তিনি। এসময় প্রত্যন্ত এলাকা থেকে এসে যারা তালবীজ সংগ্রহ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তালবীজ হাতে শিক্ষার্থীরা

শনি ও রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাথরাইলে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে বীজগুলো বিতরণ করা হয়। ইমপ্রুভ শিক্ষা পরিবার পরিচালিত ইমপ্রুভ চাইল্ড কেয়ার স্কুল, কোচিং ও কলেজ অ্যাকাডেমিতে অধ্যয়নরত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দেরকে তালবীজগুলো দেওয়া হয়। তার আগে বীজগুলো রোপণের জন্য শপথ করানো হয় তাদের। এসময় প্রত্যেকের বাড়িতে কমপক্ষে আরও পাঁচটি করে অন্যান্য গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

শিশুদের হাতে ক্যাম্পাসে তালবীজ রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের নিয়ে ‘গাছ লাগান পরিবেশ বাঁচান, তালগাছ লাগান বজ্রপাত থেকে সুরক্ষিত থাকুন’ শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইমপ্রুভ চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম ও ইমপ্রুভ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম।