রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত: তথ্যমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তথ্যমন্ত্রীসহ জাসদ নেতারাজাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,‘রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় জামায়াত ও বিএনপি চক্র ষড়যন্ত্র করছে। রোহিঙ্গা সংকটে আজ শুধু বাংলাদেশ নয়,সারা পৃথিবীর মানুষ যখন শেখ হাসিনার নেতৃত্বে শান্তি ও সমাধানের উদ্যোগের পাশে ঐক্যবদ্ধ, তখনই বিএনপি-জামায়াত এই ষড়যন্ত্র করছে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা সমাধানে তিন উদ্যোগ হলো– শেখ হাসিনার শান্তির উদ্যোগ, গণমাধ্যমের বলিষ্ঠ উদ্যোগ এবং কূটনৈতিক উদ্যোগ। এই তিন উদ্যোগের মধ্য দিয়েই রোহিঙ্গা সমস্যার সমাধান আমরা খুঁজে বের করতে পারব।’

হাসানুল হক ইনুর নেতৃত্বে ১৬ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ করেন। পরে বেলা সাড়ে তিনটার দিকে কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জাসদের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড: আনোয়ার হোসেন প্রমুখ।