যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

 

যশোরযশোরের ঝিকরগাছায় বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতের ভাতিজা বাঁকড়া ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুবুর রহমান জানিয়েছেন, রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজের পাশে ফাঁকা স্থানে দুর্বৃত্তরা সিদ্দিকুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। পরে জাহাঙ্গীর আলম নামে একজন কলেজশিক্ষক তার চিৎকার শুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে বাঁকড়া বাজারে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ব্রাদার মাসুদুর রহমান চিকিৎসক আনম বজলুর রশিদের উদ্ধৃতি দিয়ে জানান, রাত সাড়ে ৮টার দিকে দিকে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু এখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম বলেন, ‘সিদ্দিকুর রহমান সন্ধ্যা ৭টার দিকে বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলেজের পাশে বিলের ধারে একটা ফাঁকা জায়গায় পৌঁছুলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’

কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই মুহূর্তে তা বলা যাচ্ছে না বলে জানান ওসি।

নিহত সিদ্দিকুর একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হন।

সিদ্দিকুর রহমান ঝিকরগাছা উপজেলার খোসালনগর এলাকার তুফান গোলদারের ছেলে।

এদিকে, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুরের মৃত্যুর খবর শুনে ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম রাতেই হাসপাতালে যান।