নওগাঁয় খোলাবাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে ৩৫ মেট্রিক টন চাল

নওগাঁনওগাঁ জেলায় খোলা বাজারে প্রতিদিন ৭ হাজার পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে। জেলার ১১টি উপজেলায় মোট ৩৫ জন ডিলারের মাধ্যমে ডিলার প্রতি ১ মেট্রিক টন (১ হাজার কেজি) করে মোট ৩৫ মেট্রিক টন (৩৫ হাজার কেজি) চাল বিক্রি করা হচ্ছে। এর ফলে খুচরা বাজারে চালের মূল্য কমতে শুরু করেছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুস সালাম জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে নওগাঁ জেলা সদরে এবং পরবর্তীতে প্রতিটি উপজেলায় খোলা বাজারে চাল বিক্রি শুরু করা হয়। নওগাঁ জেলা সদরে ৫ জন ডিলার এবং জেলার অন্য ১০টি উপজেলায় ৩ জন করে মোট ৩০ জন ডিলার সব মিলিয়ে ৩৫ জন ডিলারের মাধ্যমে সরকার নির্ধারিত ৩০ টাকা দরে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে।

জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান বলেন, ‘এই মুহুর্তে খোলা বাজারে চাল বিক্রির কোনও বিকল্প ছিল না। সরকারের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে বেঁচে থাকার জন্য আশার আলো জাগিয়েছে। কাজেই এই কর্মসূচি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে।’