চুয়াডাঙ্গায় সাড়ে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

চুয়াডাঙ্গায় সাড়ে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসের দাবি বিজিবি’র

চুয়াডাঙ্গায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের  মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি। সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

বিজিবির দাবি, ধ্বংসকরা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে এক লাখ পাঁচ হাজার বোতল ফেনসিডিল, একশ’ আট কেজি গাঁজা, ৩৮ হাজার বোতল মদ ও ২৩ হাজার পিস ইয়াবা।

এসময় বিজিবির  যশোর জোনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম বলেন, ‘মাদকদ্রব্য নির্মূল করতে হলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’ সাড়ে দশ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

মাদকদ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার  সেক্টর কমান্ডার কর্ণেল আবু সাঈদ আল মাসউদ, বিজিবি-৬ এর পরিচালক লে. কর্ণেল রাশিদুল আলম, ভারপ্রান্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার নিজাম উদ্দীন ও চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।