রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে মেডিক্যাল সেন্টার করবে জাপান রেড ক্রস

চিকিৎসা সরঞ্জামগুলো গ্রহণ করে চট্টগ্রাম জেলা প্রশাসনবাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে মেডিক্যাল সেন্টার স্থাপন করতে যাচ্ছে জাপান রেড ক্রস সোসাইটি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেডিক্যাল সেন্টার স্থাপনের লক্ষ্যে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চিকিৎসা সরঞ্জামাদি চট্টগ্রামে আনা হয়েছে বলে তিনি জানান।

হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাপান রেড ক্রস সোসাইটি কক্সবাজারে একটি মেডিক্যাল সেন্টার স্থাপন করতে যাচ্ছে। এই লক্ষ্যে তারা আজ ১৮ দশমিক ৫৪৮ টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে এসেছে। বিকাল ৪টার দিকে চিকিৎসা সরঞ্জামবাহী ওই বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এসে পৌঁছায়।’

জেলা প্রশাসকের পক্ষে চিকিৎসা সরঞ্জামগুলো অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গ্রহণ করেন। জাপানিজ রেড ক্রসের পক্ষে তাকাফুমি ইয়ামাদা ও কেনসুকি কাওয়ায় তার হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন।

এসময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বার ও নিপ্পন এক্সপ্রেসবিডি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট কাজুহিরো জাবাইয়াকাওয়া প্রমুখ।

হাবিবুর রহমান বলেন, ‘জাপানিজ রেড ক্রস থেকে নিয়ে আসা এই চিকিৎসা সরঞ্জামের মধ্যে সুঁই-সুতো, ব্যান্ডেজের গজ থেকে শুরু করে জেনারেটর ও ফ্যান পর্যন্ত সব কিছু আছে।’

ওষুধ ও মেডিক্যাল টিম পরবর্তীতে আসবে বলে তিনি জানান।