নীলফামারীতে ত্রাণ পেলো ৫ হাজার পরিবার

নীলফামারীতে ত্রাণ পেলো ৫ হাজার পরিবারনীলফামারীতে বন্যা পরবর্তী দুর্গতদের মাঝে সদর উপজেলার ৫ ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে প্যাকেজ ত্রাণ বিতরণ করেছে এবি ব্যাংক লি.। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ত্রাণ বিতরণ উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর। জেলা সদরের রামনগর ইউনিয়নের চাঁদেরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এবি ব্যাংকের আর্থিক সহযোগিতায় এরপর জেলা সদরের খোকশাবাড়ি, গোড়গ্রাম, পঞ্চপুকুর ও চাপড়া সরমজানি ইউনিয়নে একইভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। প্যাকেজ ত্রাণের মধ্যে ছিল ৫ কেজি চাল, এক কেজি মসুর ডাল ও আধা লিটার সয়াবিন তেল। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি ব্যাংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব-ই-সোবহানী সিকদার, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, এবি ব্যাংকের সৈয়দপুর শাখার ম্যানেজার রফিকুল ইসলাম ও রামনগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমুখ। 

রামনগর ইউনিয়নে ত্রাণ বিতরণের পর সংস্কৃতিমন্ত্রী ও এবি ব্যাংকের কর্মকর্তারা অন্যান্য চারটি ইউনিয়নের ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।