এ পর্যন্ত চার লাখ ৮০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে: আইওএম

রোহিঙ্গা (ফাইল ছবি)

মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর নির্যাতনে দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে এ পর্যন্ত চার লাখ ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইওএমর মুখপাত্র লোম ক্রিসের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চার লাখ ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এখনও টেকনাফের শাহপরীর দ্বীপসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে অনুপ্রবেশ অব্যাহত আছে। এই অবস্থা চলতে থাকলে শিগগিরই বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইওএমর মুখপাত্র লোম ক্রিস উল্লেখ করেন, উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে, তাদের মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ করা হচ্ছে।