শেরপুরে বন্য হাতির মৃতদেহ উদ্ধার

শেরপুর

শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী রাঙাজান গ্রামের ধান ক্ষেতের পাশ থেকে একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। বন বিভাগের শ্রীবরদীর বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৃত হাতিটি দাঁতওয়ালা ও পূর্ণবয়স্ক একটি পুরুষ হাতি।’  

বিন বিভাগ সূত্রে আরও জানা যায়, শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি দেখতে পান।

বিকালে পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই একটি গর্ত করে পুঁতে ফেলা হয় মৃত হাতিটি।

ফরেনসিক পরীক্ষার জন্য হাতিটির হৃদপিন্ড, ফুসফুস, পাকস্থলী ও শরীরের কিছু অংশ সংরক্ষণ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট একই উপজেলার রানী শিমূল ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি হালুহাটি গ্রামে কীটনাশকের বিষক্রিয়ায় আরও এক হাতির মৃত্যু হয়।