চট্টগ্রামে হার্লি-ডেভিডসনসহ উচ্চক্ষমতা সম্পন্ন দুটি মোটরসাইকেল জব্দ

মোটরসাইকেল-১চোরাচালানের অভিযোগে চট্টগ্রাম থেকে হার্লি-ডেভিডসনসহ উচ্চক্ষমতা সম্পন্ন দুটি মোটরসাইকেল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। গত ৫ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার বান্ডেল রোডের ‘মা’ ভবনের নিচতলা থেকে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। বুধবার (১১ অক্টোবর) এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

হার্লে ডেভিডসনশুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক তারেক মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি মোটরবাইক আটক করা হয়েছে। যার মধ্যে একটি ১৬৯০ সিসি এবং অন্যটি ৩৫০ সিসি। মোটরসাইকেল দুটি চোরাচালানের মাধ্যমে অথবা অন্য কোনও পণ্যের আড়ালে মিথ্যা ঘোষণায় আমদানি করা হয়েছে বলে আমরা ধারণা করছি।  এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মোটরসাইকেল দুটোর বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ধরনের উচ্চ গতি সম্পন্ন মোটরসাইকেল আমদানি আমাদের দেশে নিষিদ্ধ। এতো উচ্চক্ষমতা সম্পন্ন মোটরবাইক কেন ও কিভাবে আনা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে বিভাগীয় মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

রয়েলশুল্ক গোয়েন্দা অধিদফতর সূত্র জানায়, গত ৫ অক্টোবর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল ওই এলাকার ইমতিয়াজ হাবিবের মালিকানাধীন উক্ত ভবনের নিচতলায় অভিযান চালায়। এ সময় পার্কিংয়ে একটি কালো রংয়ের হার্লে-ডেভিডসন (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো- এ-১১২৮) এবং একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল (ঢাকা মেট্রো-এ-০১১৭) দেখতে পায়। মোটরসাইকেল দুটি আমদানি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত দলিলাদি দেখানোর জন্য অনুরোধ করা হলে মালিকপক্ষ তা দেখাতে ব্যর্থ হন। ওইদিন মোটরসাইকেল দুটোর আমদানিযোগ্যতা নিয়ে আরও যাচাইয়ের জন্য কাস্টমস গোডাউনে জমা করা হয়। পরে অনুসন্ধানে দেখা যায় মোটরসাইকেল দুটিতে ব্যবহৃত রেজিস্ট্রেশন নম্বর ভুয়া। বিআরটিএ থেকে এ দুটি মোটরবাইকের জন্য কোনও অনুমোদন নেওয়া হয়নি। আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ এর আমদানি নিয়ন্ত্রিত পণ্যের তালিকা-পরিশিষ্ট-১ অনুযায়ী, এ ধরনের মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ। ওই আইন অনুযায়ী, ১৫৫ সিসির বেশি কোনও মোটরসাইকেল আমদানি করা যাবে না।

আরও পড়ুন: 
বাংলাদেশে সাইবার বীমা কবে?
‘বুক থেকে সন্তান কেড়ে নিয়ে আগুনে ছুড়ে মারে মিয়ানমারের সেনারা’
সিভিল এভিয়েশন ভেঙে হচ্ছে দু’টি সংস্থা
কাজ শুরুর আগেই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি: সংসদীয় কমিটির ক্ষোভ
যুক্তরাজ্যে জাতিগত বৈষম্যের শিকার হচ্ছেন বাংলাদেশিরা
ফটো সাংবাদিকের ওপর চড়াও এক ট্রাফিক সার্জেন্ট