বিএনপি-পুলিশ সংঘর্ষ: যুবদলের সভাপতিসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ (ছবি- ফোকাস বাংলা)

নোয়াখালীতে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুব আলমগীর আলোকে প্রধান আসামি করে ১১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) রাতে সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) নেপাল কুমার বাদী হয়ে এ মামলা করেন।

থানায় মামলা দায়ের হওয়ার তথ্য নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ভাঙচুর, সরকারি কাজে বাধা, বিস্ফোরক ও নাশকতা সৃষ্টির অভিযোগে ১১৪ জনের নাম উল্লেখ করে ও আরও অনেককে অজ্ঞাত আসামি করে এ মামলা হয়েছে।’

তিনি আরও জানান, বুধবার দুপুর ও রাতে মামলার প্রধান আসামিসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকালে গ্রেফতার ১৪ জনকে আদালতে পাঠানো হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ৩০ নেতাকর্মী গুরুতর আহত হন।