পদ্মায় অভিযান: ১০ হাজার মিটার জাল জব্দ

জব্দ জালগুলো পুড়িয়ে ফেলা হয়রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ মাছ গোদাগাড়ী এতিমখানায় দিয়ে দেওয়া হয়। অবৈধ জালের মূল্য আনুমানিক ২ লাখ টাকা। 

জানা গেছে, শনিবার দিবাগত রাত থেকে রবিবার (১৫ অক্টোবর) দুপুর পর্যন্ত গোদাগাড়ী মৎস্য অধিদফতরের কর্মকর্তরা উপজেলার সুলতানগঞ্জ, সারাংপুর, হাটপাড়া, রেলবাজার, ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে এসব জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।

রবিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজের উপস্থিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শামশুল করিম ও জুনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা নাইমুল প্রমুখ।

গোদাগাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম বলেন, ‘পদ্মা নদীতে আগামী ২২ তারিখ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’