ট্রাক্টরের সঙ্গে ভ্যানের সংঘর্ষে নিহত দুই

 

জয়পুরহাটজয়পুরহাট-হিলি সড়কে সদর উপজেলার পাইকরতলী নামক স্থানে বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ভ্যানযাত্রী নিহত ও তিন জন আহত হয়েছেন।  আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন,‘নিহত ও আহতদের সবার  বাড়ি সদরের বড়তাজপুর গ্রামে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে জয়পুরহাট-হিলি সড়ক পথে ওই ভ্যানযাত্রীরা জয়পুরহাট থেকে তাদের বাড়ি সদরের পুরানাপৈল ইউনিয়নের বড়তাজপুর গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে পাইকরতলী নামক স্থানে পাঁচবিবির দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সদর উপজেলার বড়তাজপুর গ্রামের মৃত খোদাবক্সের ছেলে আক্কাস আলী (৬৫) ও তার প্রতিবেশী সোলেমান আলীর স্ত্রী সালেহা খাতুন (৬০) নিহত হন। এ ঘটনায় আহত তিন যাত্রীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা সম্ভব হয়নি।