চট্টগ্রামে এক হাজার কেজি পলিথিন জব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এক হাজার কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা ও পরিদর্শক মো. ফখরুদ্দিন ওই এলাকার রহিম মঞ্জিলস্থ একটি গুদামে অভিযান চালিয়ে পলিথিনগুলো জব্দ করেন।

চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত পলিথিনগুলোর মালিক গোলাম রসুল মার্কেটস্থ মেসার্স শাহ আমানতের মালিক মো. হেলাল।

সংযুক্তা দাশগুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গুদাম থেকে মজুদকৃত নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। তল্লাশি চালিয়ে এক হাজার কেজি পলিথিন পাওয়া যায়। আমরা পলিথিনগুলো জব্দ করে নিয়ে এসেছি। পাশাপাশি ওই গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।’

এ ঘটনায় বুধবার পরিবেশ অধিদফতরে শুনানি হবে বলেও জানান তিনি। শুনানিতে গুদামের মালিক ও মেসার্স শাহ আমানতের মালিক হেলালকে হাজির থাকতে নোটিশ প্রদান করা হয়েছে।

 

আরও পড়ুন:

নিমার্ণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু