এক সকালে নিখোঁজ, আরেক সকালে মিললো লাশ

টাঙ্গাইলটাঙ্গাইলের বাসাইলে বংশাই নদীতে বুধবার সকালে সরবেশ আলী (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) সকালে তার লাশ পাওয়া গেছে। সমরেশ আলী উপজেলার কাঞ্চনপুর ইউনিয়য়েন পূর্বপৌলী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার ভোর ৫টার দিকে উপজেলার বংশাই নদীর সৈদামপুর নামক এলাকায় মাছ ধরার একপর্যায় জালের কাঠি (বাঁশ) ভেঙে নদীতে পড়ে গিয়ে ডুবে যান সরবেশ আলী। এসময় পাশেই মাছ ধরছিলেন কয়েকজন। তারা এগিয়ে এসে পানিতে খোঁজাখুজি করেও তাকে পাননি।

পরে তার পরিবার ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ঢাকার ডুবুরি দলকে খবর দেন। পরে বিকাল ৪টার দিকে ঢাকা থেকে ডুবুরি দল গিয়ে ওই নদীতে রাত পৌনে ৮টা পর্যন্ত চেষ্টা চালিয়েও সরবেশ আলীকে উদ্ধারে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার সকালে নিখোঁজের ভাসমান লাশ উদ্ধার হয়।

সরবেশ আলীর ছেলে রিপন বলেন, ভোরে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে আমার বাবা পানিতে পড়ে গিয়ে ডুবে যান। আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা বাবার লাশ ভাসতে দেখে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নুরুল ইসলাম খান জানান, এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ আসেনি।