বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন স্থবির হয়ে পড়ে: নাসিম

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ছবি- প্রতিনিধি)

নির্বাচন বানচালের নামে বিএনপি-জামায়াত একসময় দেশের নিরীহ মানুষ পুড়িয়ে মেরেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘বিএনপি’র শাসনামলে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। দলটি হাওয়া ভবন তৈরি করে দেশের সম্পদ লুটপাট করেছে। তারা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে পড়ে।’

শুক্রবার (২০ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন ও এর কার্যক্রমের উদ্বোধন  শেষে হাসপাতাল চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশের স্বার্থে, মানুষের স্বার্থে উন্নয়ন ও জঙ্গি দমনের সফল নেতা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় আওয়ামী লীগের কোনও বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় থেকে বিএনপি’র মতো হাওয়া ভবন তৈরি করেনি আওয়ামী লীগ। তাদের মতো নৈরাজ্য ও জঙ্গিবাদও সৃষ্টি করেনি। তাই আবারও উন্নয়নের নেতা শেখ হাসিনার বিজয় হবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশ এখন স্বাস্থ্যসেবায় অনেক এগিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা এখন জনগণের দোড়গোড়ায় পৌঁছেছে। পাশ্ববর্তী দেশ ভারত-পাকিস্তানের তুলনায় বাংলাদেশের স্বাস্থ্যখাতের প্রশংসা এখন দুনিয়াজুড়ে। গ্রামের জনগণকে আরও বেশি করে সেবা দিতে হবে। এক্ষেত্রে কোনও গাফিলতি সহ্য করা হবে না।’

জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, স্বাস্থ্য অধিদফতরের সিবিএইচসি’র পরিচালক ডা. আবুল হাসেম খান, রাজশাহী বিভাগের পরিচালক আব্দুস সোবহান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী, থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, বাগবাটি ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এসময় শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ডা. বাকির হোসেন, এইচইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, ছোনগাছা ইউপির চেয়ারম্যান সহিদুল আলম ও রতনকান্দি ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর নির্মিত বাগবাটি ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালের ফলক উন্মোচন করেন। পরে তিনি বাগবাটি ইউনিয়নের বেজগাতীতে সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বাড়িতে যান এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।