বেনাপোলে ২০ বান্ডেল নতুন দুই টাকার নোট উদ্ধার

উদ্ধারকৃত নতুন দুই টাকার ২০ বান্ডেল নোট

ঢাকা থেকে বেনাপোলগামী বিআরটিসি-এর একটি বাস তল্লাশি করে ৪০ হাজার টাকার ২০ বান্ডেল নতুন দুই টাকার নোট উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে ৪৯ বিজিবির বেনাপোল সদর ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকা মেট্রো ব ১১-৬৭৭০ নম্বরের একটি বিআরটিসি বাসে তল্লাশি করে টাকাগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।’

বিজিবি জানায়, ভারতে পাচারের জন্য ঢাকা থেকে বেনোপোলে বিপুল পরিমাণ বাংলাদেশী দুই টাকার নোট পাঠানো হয়েছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসি-এর একটি পরিবহনে অভিযান চালানো হয়। নাভারন সাতক্ষীরা মোড় থেকে বাসটি অনুসরণ করে বেনাপোল বাস টার্মিনালে আসার পর বাসটিতে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এসময় বাসের টুলবক্সে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি ব্যাগ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত টাকাগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও খবর:
ইসি'র সংলাপে নারীনেত্রীদের সাড়া কম