গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং নিয়ে প্রেস ব্রিফিং

 

গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং নিয়ে প্রেস ব্রিফিংপ্রধানমন্ত্রীর ‌কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন ও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠান উদ্ভাবকের খোঁজে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

জেলা প্রশাসক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘জেলা ব্র্যান্ডিংয়ের মাধ্যমে জেলার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি সঞ্চার, ‌পর্যটন শিল্পের বিকাশ, জেলার ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক লালন ও বিকাশ, জেলার ভৌগোলিক নির্দেশক পণ্য শনাক্তকরণ এবং তার স্বত্ব সংরক্ষণ ও নিবন্ধনে সহায়তা প্রদান, এক জেলা এক পণ্য কর্মসূচির বাস্তবায়নে সহায়তা, স্থানীয় উদ্যোক্তা তৈরি, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ‌কার্যক্রম সারা বিশ্বের সামনে তুলে ধরতে ও কিশোর বাতায়নকে এগিয়ে নিয়ে যেতে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিংয়ের লোগো নিয়ে আলোচনা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস বিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল জলিল, জেলা তথ্য অফিসার মো. হাসিবুল হাসান বক্তব্য রাখেন। এসময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।