ফেনী বিএনপিতে কোনও গ্রুপিং নেই: জয়নাল আবদীন ভিপি

ফেনীতে বিএনপির সংবাদ সম্মেলন

ফেনীতে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীন ব্যাপার নয় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা জয়নাল আবদীন ভিপি। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় ফেনীতে আয়োজিত বিএনপির এক সম্মেলনে তিনি এসব বলেন।

সম্প্রতি খালেদা জিয়ার গাড়িবহরে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর ও মহিপালে বাসে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি এ সাংবাদিক সন্মেলনের আয়োজন করে।

এসময় জয়নাল আবদীন ভিপি বলেছেন, ‘কারা হামলা করেছে মিডিয়ার কল্যাণে তা সারা দেশের মানুষ দেখেছে। অথচ আওয়ামী লীগ এটা নিয়ে মিথ্যাচার করছে।’

বিএনপির মধ্যে গ্রুপিংয়ের ব্যাপারে আওয়ামী লীগের অভিযোগের ব্যাপারে জয়নাল আবদীন ভিপি আরও বলেন, ‘সাবেক মহিলা এমপি রেহানা আক্তার রানুর সাথে আমার কোনও গ্রুপিং নেই। সে আমার ভাতিজি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, ফেনী পৌর বিএনপির সভাপতি আলালউদ্দিন আলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি ও জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি।