X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার

যশোর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ১১:৩৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১১:৩৫

যশোরের শার্শা উপজেলায় এক গৃহবধূকে (২৭) ধর্ষণের পর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তিন জনকে গ্রেফতার করেছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গ্রেফতার তিন জন হলো– যশোরের শার্শা উপজেলার শার্শা গ্রামের তরিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম জীবন (২০), একই গ্রামের আজগর আলীর ছেলে মোরশেদ আলম শান্ত ওরফে ইমদাদুল (১৯) এবং মতিয়ার রহমানের ছেলে রিফাদ হোসেন (১৯)।

সোমবার সন্ধ্যায় যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই গৃববধূর স্বামী পেশাগত কাজে বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে গ্রেফতার হওয়া তিন জন এবং বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৪) বিভিন্ন সময় গৃহবধূকে ধর্ষণ করে। তারা আপত্তিকর ছবি ও ভিডিও ফোনে ধারণ করে। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। তারা গৃহবধূর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হলে তারা ছবি ও ভিডিও প্রচার করতে থাকে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার রাতে জীবন, ইমদাদুল ও রিফাদকে গ্রেফতার করা হয়। সোমবার ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাঁচ তরুণের বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার তিন আসামিকে সোমবার আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, এ ঘটনায় তদন্ত চলছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

/এমএএ/
সম্পর্কিত
নোয়াখালীতে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ
খালাস পেলেন নেপালের কারাদণ্ডে দণ্ডিত লেগস্পিনার লামিচানে
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
সর্বশেষ খবর
মশারির মধ্যে মশারি খাটাবেন না, নেতাকর্মীদের ওবায়দুল কাদের
মশারির মধ্যে মশারি খাটাবেন না, নেতাকর্মীদের ওবায়দুল কাদের
হেরে গেলো ছোটনের দল
নারী ফুটবল লিগহেরে গেলো ছোটনের দল
‘আমলানির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে গণমুখী বাজেট তৈরি করতে হবে’
‘আমলানির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে গণমুখী বাজেট তৈরি করতে হবে’
ভারতের জাসিয়ার সেঞ্চুরি, সাবেকুনের ৪ রানে ৫ উইকেট
নারী প্রিমিয়ার লিগভারতের জাসিয়ার সেঞ্চুরি, সাবেকুনের ৪ রানে ৫ উইকেট
সর্বাধিক পঠিত
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন