জেএসসি পরীক্ষার্থীকে হয়রানি, বখাটের দণ্ড

সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরে জেএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক বখাটেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল হাই এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তের নাম-আলমগীর হোসেন। সে উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের ঘাগড়া গ্রামের তোহিদ সর্দারের ছেলে।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল হাই জানান, উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার জেএসসি পরীক্ষা শেষে বেলা একটার দিকে এক জেএসসি পরীক্ষার্থীর গতিরোধ করে আলমগীর। বিষয়টি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা টহল পুলিশের নজরে এলে আলমগীরকে আটক করা হয়। পরে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাসের আদালত আলমগীরকে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায় দুই মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন। অর্থ পরিশোধের পর তাকে অভিভাবকের হাতে তুলে দিয়েছে পুলিশ