সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ (ছবি- প্রতিনিধি)

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু আব্বাস বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে সুন্দরবনের কাতলার খাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক, দুইটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, একটি এয়ার রাইফেল, দুইটি পাইপগানসহ সাতটি আগ্নেয়াস্ত্র, ১২৪ রাউন্ড কার্তুজ ও আরও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বরিশাল র‌্যাব-৮ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহত দুই জন হলেন, মো. ইউসুফ ফকির (৩৪) ও মো. রুহুল আমিন শেখ (৪৮)।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কাতলার খাল এলাকায় আব্বাস বাহিনীর একটি অস্থায়ী আস্তানা রয়েছে বলে গোপন সূত্রে জানা যায়। এ খবর পাওয়ার পর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে একদল র‌্যাব সদস্য ওই এলাকায় অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি চালাতে শুরু করে। এতে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ৪০ মিনিট উভয় পক্ষে গোলাগুলি চলে। পরে র‌্যাবের দলটি ঘটনাস্থল তল্লাশি করে ইউসুফ ফকির ও রুহুল আমিনের লাশ এবং অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।