ফেনীতে তিন মাদক বিক্রেতার কারাদণ্ড

কারাদণ্ড

ফেনীতে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  বুধবার (১৫ নভেম্বর)  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শ্যামল কান্তি বসাক এ আদেশ দেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শ্যামল কান্তি বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিন্টু বড়ুয়া, মো. শাহাদাত হোসেন ও হাফিজ আহাম্মদকে ইয়াবা এবং গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তিন মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রয় ও সেবন করে আসছে। এছাড়াও তারা ট্রেন যাত্রীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

 আরও পড়ুন: রাজবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার