গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও তিন জন আহত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বালিয়াঘাট্টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর রহমান মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, আবদুল করিম (৩৫) ও তার স্ত্রী শারমিন আক্তার (৩০)। তাদের বাড়ি একই উপজেলার নারায়ণপুর গ্রামে। আহতরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি হিপজুর রহমান মুন্সি জানান, দুপুর দেড়টার দিকে বালিয়াঘাট্টা এলাকায় একটি ভটভটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল করিম। আর আহত অবস্থায় শারমিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতদের লাশও হস্তান্তর করা হয়েছে।’