যশোর কেন্দ্রীয় কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর

যশোর কেন্দ্রীয় কারাগার

যশোর কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১২টায় হত্যা মামলার দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ইউপি মেম্বার মনোয়ার হোসেন হত্যা মামলায় আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।  

আসামিরা হলো- আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের আরশেদ সরদারের ছেলে গোলাম রসূল ঝড়ু ও (৬৫) ও মুরাদ আলীর ছেলে মকিম হোসেন (৫৫)।

কারাসূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ২৮ জুন খুন হন আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা ও তৎকালীন ইউপি মেম্বার মনোয়ার হোসেন। ওই ঘটনায় ঝড়ু ও মকিমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৮ সালের ১৭ এপ্রিল দুই আসামিকে ফাঁসির আদেশ দেন চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালত।

রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে দণ্ডিত দুই আসামি। হাইকোর্ট ফাঁসির রায় বহাল রাখায় পরে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিরা। সেখানেও রায় বহাল রাখার আদেশ দেন বিচারক। পরে দুই আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেও সাড়া পাননি।

কারাসূত্র আরো জানায়, প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখান হওয়ার পর আইনানুযায়ী ফাঁসির প্রস্তুতি শুরু হয়। ফাঁসি কার্যকর করতে তিন জল্লাদকে প্রস্তুত করা হয়।

এ ব্যাপারে যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার কামাল হোসেন বলেন, ‘সোয়া ১১টার দিকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন কারাগারে প্রবেশ করেন। পৌনে ১২টায় দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়।’