শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা সুতা বিক্রির অভিযোগে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ

শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে অবৈধভাবে সুতা আমদানি করে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর থানা পুকুর পাড় এলাকা থেকে জহিরুল ইসলাম (২৫) ও তুহিন মিয়া (৪২) কে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয়েছে ১১৩ কার্টন সুতা।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. সামসুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর খ ধারায় একটি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ্ শাহীন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুকুরপাড় এলাকায় অবস্থিত হারুন কমপ্লেক্সের তৃতীয় তলায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম ও তুহিন মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় অবৈধভাবে আমদানিকৃত ১১৩ কার্টন সুতা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা আমদানিকৃত সুতার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।