রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ: রিজভী

বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী (ছবি- প্রতিনিধি)

বর্তমান সরকারকে ব্যর্থ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতেও সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ। এ ইস্যুতে আওয়ামী লীগের বন্ধু দেশগুলোও তাদের পক্ষে কথা বলছে না।’

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে খুলনা জেলা বিএনপি আয়োজিত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নিরপেক্ষ নির্বাচনের জন্য সহায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘সহায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশের জন্য বর্তমান সরকারের উচিত নির্বাচনের আগে সহায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তা না হলে জনগণের বিপক্ষে যাওয়ার ভয়ংকর পরিণতির জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।’

খুলনা জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও অনিন্দ্য ইসলাম অমিত।