নীলফামারীর জেলা স্টেডিয়ামের নতুন নাম শেখ কামাল স্টেডিয়াম

নীলফামারীবাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন নীলফামারী জেলা স্টেডিয়ামকে নতুন নামকরণ করে শেখ কামাল স্টেডিয়াম রাখা হয়েছে। গত শনিবার (১৮ নভেম্বর) সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সাংবাদিকদের এ বিষয়টি জানান জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

গত ১২ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. সহিদউল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এসে পৌঁছায়।

আরিফ হোসেন মুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১২ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিসদের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের বিষয়টি জানানো হয়।’

আরও পড়ুন:
আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন ইইউসহ তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী