বিয়ের পিঁড়িতে বসা হলো না ফৌজিয়ার

ফৌজিয়া মোসলেম সিলভিফৌজিয়া মোসলেম সিলভি (২১) স্নাতক পরীক্ষায় তার বিভাগে প্রথম হয়েছিলেন। তিন দিন আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের হাত থেকে সম্মাননা ক্রেস্টও নিয়েছিলেন। আগামী ডিসেম্বরে তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু রবিবার এক সড়ক দুর্ঘটনায় তাকে প্রাণ হারাতে হলো। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের এই ছাত্রীর মৃত্যুতে নোবিপ্রবি এখন শোকের সাগরে ভাসছে। পাশাপাশি শোক বইছে নোয়াখালী শহরেও।

ফৌজিয়ার বাড়ি নোয়াখালী সদর উপজেলার দত্তবাড়ী মোড়। তিনি মো. মোসলেম মিয়ার মেয়ে।

ফৌজিয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অষ্টম ব্যাচের ছাত্রী। এ বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। বিভাগে তিনি ফাইনাল পরীক্ষায় প্রথম হয়েছিলেন।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, এক মাস আগে ফার্মেসি বিভাগের শিক্ষক মনির হোসেনের  সঙ্গে ফৌজিয়ার আংটি বদল হয়েছে। ৮ম সেমিস্টার (ফাইনাল) পরীক্ষা শেষে ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল বলেও তিনি জানান।

সম্মাননা ক্রেস্ট নিচ্ছেন ফৌজিয়া মোসলেম সিলভিফৌজিয়ার সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ধ্রুব জানান, ডিপার্টমেন্টের মধ্যে অষ্টম ব্যাচে ফৌজিয়া মেধার দিক দিয়ে প্রথম স্থানে ছিল। ব্যাচ থেকে আগামীতে তারই ডিপার্টমেন্টে টিচার হওয়ার সম্ভাবনা ছিল। আমরা বন্ধুরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুশফিকুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা ইফতেখার রাজু জানান, রবিবার (১৯ নভেম্বর) দুপুরে ক্লাস শেষে ব্যাটারিচালিত ইজিবাইকে করে জেলা শহর মাইজদীতে ফিরছিলেন ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক এলাকায় সোনাপুর থেকে আসা একটি পিকআপভ্যান ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে ও পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।