চট্টগ্রামে চিকিৎসকদের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

চট্টগ্রামচট্টগ্রামে চিকিৎসকদের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।  ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।

এস এম মোস্তাইন হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসক আশফাক আহমেদের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বিবাদে জড়ান। রাত সাড়ে ৯টার দিকে ইন্টার্ন চিকিৎসকদের দুটি পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকদের একটি গ্রুপ মিছিল নিয়ে মেট্রোপলিটন হাসপাতালের দিকে যায়। ওই হাসপাতালের চিকিৎসকরা পাল্টা মিছিল বের করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই পক্ষের মারামারিতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।  তাদেরকে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএমএ (বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেট্রোপলিটন হাসপাতালের এক ডাক্তারের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে মেডিক্যাল স্টুডেন্টদের সঙ্গে ঝামেলা হয়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে এমইএস কলেজের ছাত্রদের সঙ্গে আমাদের স্টুডেন্টদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০জন মেডিক্যাল স্টুডেন্ট আহত হয়েছেন।’