অপরাধের তথ্য পেতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘পুলিশ বট’ চালু

ব্রাহ্মণবাড়িয়াঅপরাধের তথ্য পুলিশের কাছে দ্রুত পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের ফেসবুক পেজে ‘পুলিশ বট’ নামে নতুন একটি চ্যাট বট সেবা চালু করা হয়েছে। বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা এটি তৈরি করেছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে প্রেজেনটেশনের মাধ্যমে এই সেবার খুঁটিনাটি তুলে ধরেন বুয়েটের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বাসুদেব চৌধুরী।

অ্যাপটি সম্পর্কে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বাংলাদেশে প্রথম এই ধরনের একটি প্রযুক্তি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের ফেসবুক পেজ ‘এসপি ব্রাহ্মণবাড়িয়া’ লিংকে যুক্ত হচ্ছে। এই লিংকের মাধ্যমে সাধারণ মানুষ পুলিশি সেবাসহ যেকোনও অপরাধের ধরন সম্পর্কে পুলিশকে খুব সহজেই জানাতে পারবেন। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চলবে। পরে বাংলাদেশ পুলিশে এটি চালু করা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করা হবে।’ 

অনুষ্ঠানে জানানো হয়, ‘পুলিশ বট’ মূলত একটি চ্যাট বট, যার মাধ্যমে যে কেউ পুলিশকে যেকোনও তথ্য দিতে পারবে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের ফেসবুক পেজের ‘মেসেজ’ অপশনে গেলেই দেখা মিলবে এই বটের। এখানে গিয়ে যে কেউ কোনও মেসেজ পাঠাতে গেলেই স্বয়ংক্রিয়ভাবে ‘পুলিশ বট’ তার সঙ্গে কথপোকথন চালিয়ে যাবে। এছাড়া, এই বটে যুক্ত করা হয়েছে জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিউটি অফিসারের মোবাইল নম্বর এবং প্রতিটি থানার ঠিকানা ও ম্যাপ।