সাড়ে ৩৩ লাখ টাকাসহ চার হুন্ডি ব্যবসায়ী আটক

যশোরযশোরের শার্শা উপজেলায় সাড়ে ৩৩ লাখ টাকাসহ চার হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে নড়াইল জেলার নড়াগাতি উপজেলার পানিপাড়া গ্রামের মোহাম্মাদ শেখের ছেলে আনিছ শেখ (২৬), হাসিয়াল গ্রামের লুৎফর ফকিরের ছেলে জীবন ফকির (২১), আবু বকরের ছেলে এনামুল শেখ (৩০), জয়নগর গ্রামের আলম শিকদারের ছেলে রিয়াদ শিকদার (১৯)।

পুলিশ জানিয়েছে, বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে চার পাচারকারী বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছে। এমন খবর পেয়ে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি নামক স্থানে গোপনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। এক পর্যায়ে একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালিয়ে চারজনের কাছে কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৩৩ লাখ টাকা পাওয়া যায়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিয়ার রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বুধবার যশোর আদালতে পাঠানো হবে।